করোনার (Corona) কারণে মুম্বই (mumbai)থেকে সরতে পারে আইপিএল( ipl)। এমনটাই খবর বিসিসিআই (bcci)সূত্রে। মুম্বইয়ের বিকল্প মাঠ হিসাবে ইন্দোর এবং হায়দরাবাদকে বেছে রাখল বিসিসিআই।

চলতি বছর আইপিএল হওয়ার কথা চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং দিল্লিতে। তবে মহারাষ্ট্রে যে হারে করোনার প্রকোপ বেড়েছে, তাতে লকডাউন হলে ইন্দোর, হায়দরাবাদে ম্যাচ নিয়ে যেতে পারে বিসিসিআই।
সংবাদ সংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-য়ের এক কর্তা বলেন “লকডাউন হলেও দলগুলো জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে। মাঠে লোক আসবে না। তাই মুম্বইয়ে খেলা হতেই পারে। তবে পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তার জন্য ইন্দোর এবং হায়দরাবাদকে তৈরি রাখা হচ্ছে।”
আরও পড়ুন:করোনায় আক্রান্ত অক্ষর প্যাটেল








































































































































