“আদালতে যাব আমরা।”
বয়ালের পোলিং বুথে বসেই এই একথা জানিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
তিনি বলেছেন, “৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে। এখানকার মানুষকে ভোট দিতে দেয়নি। সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে ৬৩ টি অভিযোগ জমা পড়েছে। একটাও পদক্ষেপ করা হয়নি। আদালতে যাব আমরা। আইনি পদক্ষেপ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আধাসামরিক বাহিনী কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর দোষ নেই”।








































































































































