বাঁকুড়ায় পুলিশের উর্দি পড়ে সাধারণ মানুষকে মারধর

0
3

বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে পুলিশের পোশাক পড়ে বাড়ি বাড়ি গিয়ে লাঠিচার্জ করল একদল দুষ্কৃতী। বড়জোড়ার পখন্না গ্রামে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকালেই এই মারধর চালানো হয়। এই হামলা প্রসঙ্গে তৃণমূলের অভিযোগ বহিরাগত গুণ্ডা দিয়ে এই হামলা চালিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ পুলিশের উর্দি পড়ে এই লাঠিচার্জ করেছে তৃণমূল।

আজ সকালে বাঁকুড়ার ভৈরবস্থানে পুজো দিয়ে বুথ ঘুরে দেখেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। মানুষের আশীর্বাদও নেন। এরপর ইভিএম মেশিন খারাপ থাকায় সরব হন তিনি। এইনিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘দুটি বুথে ইভিএম মেশিন কাজ করছে না। সমস্যা হচ্ছে। ওই দুটো আমাদের ভাল বুথ। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।’ এইনিয়ে একটি টুইটও করেন তিনি। টুইটে সায়ন্তিকা লিখেছেন, “চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না।”

এরপর আরও একটি টুইট করেন সায়ন্তিকা। সেখানে তিনি লেখেন, “বারংবার বলা সত্ত্বেও কেউই এই বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করছেন না। তাতেও আমরা ভয় পাইনা। যারা ভোট না দিতে পেরে চলে গেছে তাঁরা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি ,মানুষের জন্য ফিরে আসবেন।”

Advt