মমতাতেই ভরসা রাখার বার্তা শতাব্দীর

0
2

যেখানেই প্রচারে গিয়েছেন উচ্ছ্বাসে ফেটে পড়েছে মানুষ । বাইরের দিকে করেছেন একাধিক প্রচার। বাকি ছিল মানুষের দুয়ারে যাওয়ার । সেই জনসংযোগের পাশাপাশি জলেশ্বরীতে জনসভায় অংশ নিলেন সাংসদ শতাব্দী রায়। সেই জনসভায় মানুষের জনজোয়ার ।
সেখানেও এনআরসি বিরোধী প্রচারে
মমতার নামে জয়ধ্বনি।
মঙ্গলবারের পড়ন্ত বিকেল। কানে ভেসে আসছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ… বিজেপি মুর্দাবাদ…।
পরক্ষণেই আওয়াজ উঠছে—আর নয় এনআরসি। মোদি-শাহ দূর হটো…দূর হটো…। জোড়াফুল চিহ্নে ভোট দিন…ভোট দিন। শতাব্দী বললেন, বিজেপি সরকার দুঃশ্চিন্তা ছাড়া আমাদের কিছুই দেয়নি। রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে জোড়াফুল চিহ্নে ভোট দিন। মমতাতেই চোখ বুজে ভরসা রাখুন।

Advt