ভোটের আগে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করছে কোন কোন দুষ্কৃতী? দেখে নিন

0
2

নির্বাচনের আগে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) শিবিরের ঘনিষ্ঠ দুই দুষ্কৃতী- গোয়েন্দা সূত্র এমনটাই খবর। যদি এ খবর অস্বীকার করেছে শুভেন্দু শিবির।

পয়লা এপ্রিল নন্দীগ্রামে (Nandigram) ভোটগ্রহণ। গোয়েন্দা সূত্রে খবর, তার আগে দুই বাহুবলী আরমান ভোলা ও দিবাকর জানা ওরফে লালুকে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করবে। নয়াচক থেকে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করবে আরমান। আর রসুলপুর থেকে শহিদ মাতঙ্গিনী ব্লক যাওয়ার চেষ্টা করবে দিবাকর। এ বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন।

যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে শুভেন্দু শিবির। তাদের মতে, ভোটের আগে বিজেপির প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এইসব রটানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন (Election Commission)।

Advt