‘সবার আগে অমিত শাহ তোর কোমর ভাঙবে’, নাম না করে শুভেন্দুকে ফের তোপ মমতার

0
4

নির্বাচনের মুখে আদি ও তৎকাল দুই ভাগে ভাগ হয়েছে বিজেপি(BJP)। তৎকাল তালিকায় বেশিরভাগই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের ভিড়। সোমবার হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের(Nandigram) আমদাবাদ হাইস্কুল মাঠের জনসভায় গিয়ে এহেন তৎকাল নেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানিয়ে দিলেন, ‘সবার আগে অমিত শাহ তোর কোমর ভাঙবে।’

সোমবার সকাল থেকে নন্দীগ্রামের একাধিক জায়গায় কর্মসূচি ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় প্রতিটি জনসভায় প্রতিদ্বন্দী শুভেন্দুকে নাম না করে আক্রমণ শানান মমতা। তিনি বলেন, ‘দুধ কলা দিয়ে যাকে পুষে ছিলাম সে আজ কাল সাপ হয়েছে। গদ্দার-মীরজাফর আজকে বলছে কিনা হিন্দু আলাদা করে দাও আর মুসলমান আলাদা করে দাও। আমি যদি তাকে প্রশ্ন করি কোথায় ছিলে তুমি সেদিন যখন হিন্দু মেয়েরা শঙ্খধ্বনি দিচ্ছিল কাঁসরঘন্টা বাজাচ্ছিল আর অন্যদিকে আযানের ধ্বনি আসছিল সকলে একত্রিত হয়ে ভূমি রক্ষা আন্দোলন করছিল। আজ ভোটবাক্সে দিকে নজর যেতেই তুমি জাম্বুবান হয়ে গেলে।’

আরও পড়ুন:ব়্যালিতে জনজোয়ার: করোনায় পাশে ছিল তৃণমূল, খোঁজ মেলেনি বিজেপির: অভিষেক

পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমি এখানে নির্বাচন লড়ছি বলে আমার কর্মীদের ভয় দেখাচ্ছে। চুরি করা টাকা দিয়ে কয়েকটা গুন্ডা পুষেছে। তারা আমার কর্মীদের ভয় দেখাচ্ছে। হাত-পা ভেঙে দিচ্ছে। বুঝতে পারছে না আজকে অমিত শাহ আছে তাই ক্ষমতা দেখাচ্ছে। কাল অমিত শাহ সবার আগে তোর কোমরটা ভাঙবে।’

Advt