শনিবার থেকে আইপিএলের ( Ipl) প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইর্ডাস( KKR)। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের একনম্বর লিগ, তারই প্রস্তুতি শুরু করে দিল নাইট শিবির।

নাইট শিবিরের প্রস্তুতির শুরুর দিনই দলে যোগ দিলেন হরভজন সিং( harbhajan singh)। আগামী সাতদিন নিভৃতবাসে থাকবেন তিনি। ইতিমধ্যেই নাইট শিবিরে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। মুম্বইতে সাত দিনের নিভৃতবাসে রয়েছেন তাঁরা।
চলতি বছর মুম্বাইয়ে খেলবে নাইট রাইর্ডাস। তাই ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের নৈশালোকে অনুশীলন শুরু করল দল। সাতদিনের নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়লেন কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠিরা। দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভের তত্বাবধানে চলল অনুশীলন।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে কমতে চলেছে অতিথিদের সংখ্যা










































































































































