টানা চার দিন বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট

0
2
কলকাতা হাইকোর্ট

দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। যার জেরে ফের বন্ধ হতে চলেছে কলকাতা হাইকোর্ট। টানা চার দিন বন্ধ থাকবে হাইকোর্ট। বিচার পর্বের কাজ আবারও থমকে যাবে।

আদালত সূত্রে খবর, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। হাইকোর্টের আইনজীবীদের বৃহত্তর সংগঠন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল আদালত বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছিল। ২ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষ্যে আদালত বন্ধ থাকে। অর্থাৎ টানা চার দিন বন্ধ থাকবে হাইকোর্ট।

আরও পড়ুন-কোনও ভয় না পেয়ে, পক্ষপাতিত্ব না করে ভোট দিন: রাজ্যপাল

করোনা পরিস্থিতিতে আদালতকে জীবাণুমুক্ত করার জন্য বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই আবেদন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট প্রশাসন। তবে হাইকোর্ট প্রশাসনের তরফে পাল্টা বার অ্যাসোসিয়েশনের কাছে আগামী ১৭ এপ্রিল, ১৫ মে ও ১৯ জুন তিনটে শনিবার ছুটির দিন কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

Advt