দিনহাটাকাণ্ডে পুলিশ সুপারের নারকো টেস্টের দাবি বিজেপির

0
4

পুলিশ সুপারের নারকো টেস্ট করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বিজেপির (Bjp) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। দিনহাটাতে বিজেপি কর্মী অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ উদ্ধার প্রশাসনকে কড়া ভাষাতে আক্রমণ করেন বিজেপি নেতা। বিজেপির কোচবিহারের পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন তিনি।

আরও পড়ুন-কয়লাপাচার কাণ্ডে ৬ এপ্রিল পর্যন্ত লালার গ্রেফতারে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ময়নাতদন্তের পরে বিজেপির পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় অমিত সরকারের দেহ৷ মৃত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানান কৈলাশ বিজয়বর্গীয় ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi)। এছাড়াও ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। দিনহাটাতে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। পুলিশ আধিকারিকদের একটা অংশ শাসকদলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন কৈলাশ৷ সিবিআই তদন্তের দাবি করেন বিজেপি নেতৃত্ব।

Advt