বাংলায় বহিরাগত কারা? নরেন্দ্র মোদির (Narendra Modi) করা কটাক্ষের জবাবে কুড়ি মিনিটের মধ্যে তার উত্তর দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাঁকুড়ার (Bankura) সভা থেকে তিনি বলেন, “যারা ভিন রাজ্য থেকে বাংলায় আসে, থাকে তাদের বহিরাগত বলি না। বহিরাগত বলি যারা ভোটের আগে আসে তাঁদের”।
মমতার অভিযোগ, “বহিরাগত গুণ্ডাদের ওরা নিয়ে আসছে বাংলায়। বাংলায় যারা থাকে তাঁদের আমরা বহিরাগত বলি না। সে যেখান থেকেই আসুক”। ভোটের আগে উত্তরপ্রদেশের গুন্ডাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, “এদের আমরা বহিরাগত বলি।”
আরও পড়ুন:বিজেপি নেতার রহস্যমৃত্যুর কারন জানতে দিনহাটায় যাচ্ছেন বিবেক দুবে
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। বুধবার, বাঁকুড়ায় মোট তিনটি সভা করেন তৃণমূল নেত্রী। প্রতিক্ষেত্রেই তাঁর নিশানায় ছিল বিজেপি। এদিন ওন্দার সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “রাতের অন্ধকারে টাকা বিলি করা হচ্ছে।” তিনি বলেন, “কে বা কারা টাকা বিলি করছে সেদিকে নজর রাখুন।” এরপরই মমতা প্রতিশ্রুতি দেন, যারা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারবেন তাদের একটা পুরস্কার, একটি চাকরি। মোদি মিথ্যে কথা বলছেন বলেও অভিযোগ করেন মমতা।








































































































































