শিয়রে নির্বাচন। তাঁর আগেই দেশে ফের করোনার দাপট বাড়ছে। মহারাষ্ট্র, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে আবার নতুন করে শুরু হয়েছে লকডাউন। মঙ্গলবারও দেশের সংক্রমণের গণ্ডি ৪০ হাজার ছাড়িয়েছে। আর তাই এবার বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভোটের আগে করোনার বাড়বাড়ন্ত রুখতে এবার ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকেই ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর(Prakah Javadekar)। আগামী ১ লা এপ্রিল থেকেই এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান হয়েছে।
করোনার সেকেন্ড ওয়েভকে আটকাতেই মূলত এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়েছে ফের লকডাউন হলে ধাক্কা সামলাতে পারবে না ভারতীয় অর্থনীতি। নেমে আসবে বিপর্যয়। তাই এখন থেকেই সর্তকতা অবলম্বন করতে চাইছে সরকার। এ দিন প্রকাশ জাভড়েকর ঘোষণার পাশাপাশি সকলকে করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে আর্জি জানান। কো-উইন(CO-WIN) অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা পাচ্ছেন সকলে।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত প্রথম দফায় করোনা টিকা পেয়েছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধারা। তারপর দ্বিতীয় দফায় করোনা টিকা পাচ্ছিলেন ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটি যুক্তরা ও ষাটোর্ধ্ব প্রত্যেকে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, দেশে ভ্যাকসিনের অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের ডোজ কেন্দ্রের হাতে রয়েছে।































































































































