শ্যামনগরে বইমেলা শুরু, জমজমাট উদ্বোধন

0
7

মহানগর বই মেলা শুরু হল ২১ মার্চ থেকে স্টার্লিং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে। শ্যামনগরে। উদ্বোধন করলেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচর্য্য, সাহিত্যিক নলিনী বেরা, বিনতা রায়চৌধুরী, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জয়ন্ত দে এবং রূপক চট্টরাজ। সঙ্গে অবশ্যই রূপা মজুমদারসহ মহানগর বইমেলা টিম। ছিলেন সৌরভ বিশাই। মেলায় রয়েছেন বইপাড়ার পরিচিতি সব প্রকাশক। স্কুল কতৃপক্ষর উদ্যোগে চমৎকার সেজে উঠেছে মেলা প্রাঙ্গনটি। চলছে বিভিন্ন কম্পিটিশন। আছে মুখরোচক খাদ্যদ্রব্য। চলবে ২৭ মার্চ পর্যন্ত। ২ টো থেকে ৭ টা। কম্পিটিশনে প্রাইজ দেওয়া হবে গিফট ভাউচার, সেই ভাউচার দিয়ে মেলা প্রাঙ্গণের বইএর স্টল থেকে বই সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন- ‘তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি’! বললেন বিজেপি প্রার্থী

Advt