‘পাশে আছি, খুব তাড়াতাড়ি মনোনয়ন পেশ করব’, হাসপাতাল থেকে বার্তা জাকিরের

0
2

‘আপনাদের পাশে আছি। খুব তাড়াতাড়ি ফিরব। মনোনয়নপত্র দাখিল করব’। হাসপাতালের বেড থেকে জঙ্গীপুরের মানুষদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন জঙ্গীপুরের তৃণমূল প্রার্থী, মন্ত্রী জাকির হোসেন। পাশাপাশি ফিরহাদ হাকিম (Firhad Hakim), নির্মল মাজি ও SSKM হাসপাতালে চিকিৎসক ও নার্সদের কৃতজ্ঞতা জানালেন।

১৭ ফ্রেরুয়ারি রাতের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ গুরুতর জখম হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। ২ নম্বর প্ল্যাটফর্মে হামলার মুখে পড়েন জাকির। বিস্ফোরণের বাঁ পা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। আপাতত SSKM হাসপাতালে চিকিৎসাধীন তিনি। একুশের ভোটের (WB assembly election 2021) জঙ্গিপুর কেন্দ্রে ফের জাকির হোসেনকেই প্রার্থী করেছে তৃণমূল। হাসপাতালের বেডে শুয়ে জঙ্গীপুরবাসীদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। জানান, ‘খুব তাড়াতাড়ি ফিরব। আপনাদের পাশেই আছি। ফিরে মনোনয়নপত্র দাখিল করবো’। পাশাপাশি ফিরহাদ হাকিম ও নির্মল মাঝিকে কৃতজ্ঞতা জানিয়েছেন জাকির। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান তিনি।

আরও পড়ুন- পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের

Advt