চতুর্থ টি-২০( 4th t-20) তে জয় পেল ভারত( india)। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ( narendra modi stadium )৮ রানে জয় পেল বিরাট কোহলির( virat kohli) দল। এই জয়ের ফলে সিরিজ সমতায় আনল টিম ইন্ডিয়া। সিরিজে ফলাফল ২-২।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড( England )। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করে বিরাট কোহলির দল। ভারতের হয় অর্ধশতরান করেন সূর্য কুমার যাদব। ৫৭ রান করেন তিনি। তবে ব্যাট রান তুলতে ব্যর্থ ওপেনার জুটি রোহিত শর্মা,কে এল রাহুল জুটি। ১২ রান করেন রোহিত। ১৪ রান করেন রাহুল। মাত্র এক রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পন্থ করেন ৩০ রান। ৩৭ রান শ্রেয়স আইয়রের। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন জোফ্রা আর্চার। একটি করে উইকেট আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস এবং স্যাম কুরানের।
জবাবে ব্যাট করতে নেমে ১৭৭ শেষ হয়ে যায় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে লড়াই চালান জেসন রয়, বেন স্টোকস। ৪০ রান করেন জেসন রয়। ৪৬ রান করেন স্টোকস। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং রাহুল চাহার। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন:নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন রাসেল









































































































































