দোরগড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামী ২৭ তারিখ থেকে শুরু প্রথম দফার ভোটগ্রহণ। প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে পুরোদমে প্রচার। বিজেপির অধিকাংশ কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। বামেদেরও প্রার্থী ঘোষণার কাজ প্রায় শেষ। বৃহস্পতিবার আরও সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক ভাঙড়ের প্রার্থী। নানান জটিলতার পর ওই আসনে প্রার্থী করা হয়েছে নওশাদ সিদ্দিকিকে। যদিও প্রাথমিকভাবে এই আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল বামেদের।
একনজরে দেখে নেওয়া যাক আইএসএফের সাত আসনের প্রার্থী তালিকা।
মধ্যমগ্রাম- বিশ্বজিৎ মাইতি
দেগঙ্গা- করিম আলি
হাড়োয়া- ফিরোজ মোল্লা
ক্যানিং পূর্ব- গাজি শাহাবুদ্দিন সিরাজী
মগরাহাট পশ্চিম- মইদুল ইসলাম মোল্লা
ভাঙড়- নওশাদ সিদ্দিকি
জাঙ্গিপাড়া- শেখ মইনুদ্দিন
আরও পড়ুন- বিজেপি-প্রার্থী তালিকায় ৯ সংখ্যালঘু মুসলিম, সাগরদিঘিতে হেভিওয়েট মাফুজা খাতুন






























































































































