এবার করোনা ভ্যাকসিন নিতে প্রয়ােজন হবে না ইনজেকশনের সিরিঞ্জ!

0
2

এবার করোনা ভ্যাকসিন নিতে প্রয়ােজন হবে না ইনজেকশনের সিরিঞ্জ। এমনকি এই ভ্যাকসিন স্টোর করা যাবে ঘরের তাপমাত্রাতেই। সম্প্রতি এ কথা ঘােষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। তারা বলছেন, পরের বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে এই করােনা ভ্যাকসিন।
সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন ১৩ মার্চ বলেছেন, এই বছরের শেষের দিকে ছয় থেকে আটটি নতুন টিকা ক্লিনিকাল স্টাডি শেষ হওয়ার সম্ভাবনা । তারপর সেগুলি রেগুলেটরি রিভিউয়ের জন্য পাঠানাে হবে। কোভিড-১৯ কে অতিমারী হিসাবে ঘােষিত হওয়ার এক বছরের মধ্যেই বাজারে প্রায় ১০ টি ভ্যাকসিন আসতে চলেছে। কিন্তু বিশ্বে আরও বেশি টিকা প্রয়ােজন। বিশেষত ভাইরাসটি যেভাবে দ্রুত রূপ পরিবর্তন করছে ও সংক্রমিত হচ্ছে তাতে ড্রাগ প্রস্তুতকারকরা চাহিদা পূরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । এখনও পর্যন্ত মাত্র ১২২ টি দেশ টিকা দিতে শুরু করেছে।
স্বামীনাথন বলেছেন, আমাদের যে ভ্যাকসিন রয়েছে তা নিয়ে আমরা আশ্বস্ত । তবে আমরা আরও উন্নতি করতে পারি। আমি মনে করি ২০২২ সালের মধ্যে আমরা উন্নত ভ্যাকসিন পেয়ে যাব।
বাজারে যে কোভিড-১৯ এর ভ্যাকসিন রয়েছে সংস্থাগুলি সেগুলিকেই আরও আপগ্রেড করার প্রচেষ্টা চালাচ্ছে। |

এদিকে অন্যান্য দেশের মতো ভারতে ফের বাড়ছে করােনা সংক্রমণ।বাড়তে থাকা করােনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যেই শুধুমাত্র ৬৩ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ৮টি রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। সেগুলি হলাে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, মধ্য প্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটক ও হরিয়ানা। গত এক মাসে কেরালায় সংক্রমণ অনেকটা কমেছে।