বাতিল তৃণমূলীদের ‘পাপ’ কেন নিচ্ছেন আদি বিজেপিরা! তীব্র কটাক্ষ কুণালের

0
2

তৎকাল বিজেপির (Bjp) ‘পাপে’র দায় কেন নিজেদের ঘাড়ে নিচ্ছেন দীর্ঘদিনের বিজেপির নেতা-কর্মীরা। নাগেরবাজারে তিন দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে এই প্রশ্নই তুলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল বলেন, ইডি-সিবিআইয়ের (Ed-Cbi) ভয়ে তৃণমূল ছেড়ে যেসব নেতারা বিজেপিতে আশ্রয় নিয়েছেন, নিজেদের পিঠ বাঁচানো সেই সব নেতাদের মেনে নেওয়া আদি বিজেপি কর্মী সমর্থকদের পক্ষে কী করে সম্ভব!

তৃণমূল মুখপাত্র বলেন, আদি বিজেপি কর্মীরা আলাদা দল করেন। তার সঙ্গে তৃণমূলের আদর্শগত, নীতিগত পার্থক্য থাকতেই পারে। “কিন্তু তাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই”। যেসব তৃণমূলের নেতানেত্রীদের বিরুদ্ধে এতদিন সরব হয়েছেন আদি বিজেপি কর্মীরা, এখন তাঁরাই বিজেপিতে। কীভাবে তাঁদেরই তাঁবেদারি করবেন আদি বিজেপিরা? প্রশ্ন তোলেন কুণাল।

বিজেপির চারদফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দিকে দিকে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ভোটের মুখে যেসব তৃণমূল নেতা-নেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছেন বা যারা অন্য পরিমণ্ডল থেকে এসে যোগ দিয়েছেন- তাঁদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর এতেই বেজায় চটেছেন আদি বিজেপি নেতা-কর্মীরা। দিকে দিকে বিক্ষোভ অসন্তোষের আগুন জ্বলছে। এই বিষয়টি নিয়েও আক্রমণ করেন কুণাল ঘোষ। বলেন, নিজেদের দলকেই সামলাতে পারছে না বিজেপি নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভায় ভিড় না হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘পরিযায়ী’ নেতাদের নিয়ে এসেও লোক টানতে পারছে না বিজেপি।কেন্দ্রীয় সরকারের নীতির কারণে পেট্রোপণ্য দাম অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে সরব হন কুণাল।

আরও পড়ুন- পিছিয়ে থাকা জনজাতির প্রতি নজর দিয়ে ২১ মার্চ বাংলার ভোটের ইস্তেহার প্রকাশ বিজেপির

 

এদিন নাগেরবাজারে তৃণমূলের জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার সন্ধেয় প্রচুর জনসমাগম হয় 3 প্রার্থীর সমর্থনে প্রচার সভায়।

আরও পড়ুন- পিছিয়ে থাকা জনজাতির প্রতি নজর দিয়ে ২১ মার্চ বাংলার ভোটের ইস্তেহার প্রকাশ বিজেপির

Advt