মালদহে কংগ্রেসে ভাঙন, শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে

0
2

বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন মালদহে (Maldah) কংগ্রেসে (Congress)। ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বর্ষীয়ান কংগ্রেস নেতা আলম শেখ (Alam Shekh)-সহ তাঁর সহকর্মীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার, রাজনগর এলাকায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর (Krishnendu Chowdhury) সমর্থনে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেই সভাতেই পঞ্চায়েত সদস্য মাইনুল শেখের নেতৃত্বে আলম শেখ সহ শতাধিক কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। উপস্থিত ছিলেন, ইংরেজবাজারের প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, মালদহ জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ,কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী উপ-প্রধান মন্টু ইসলাম সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন-প্রার্থী করলে ক্ষোভ-বিক্ষোভ হবে না তো! শিলিগুড়িতে শঙ্করের গ্রহণযোগ্যতা যাচাইয়ে কি চায়ে পে চর্চা? কিশোর সাহার কলম

এই বিষয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরেই কংগ্রেস করতেন আলম শেখ। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে যোগ দিতে তিনি এবং তাঁর সহকর্মীরা পঞ্চায়েত সদস্য মইনুল শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

Advt