অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন। ফলে একুশের নির্বাচনে আর টিকিট পাননি প্রাক্তন বাম নেতা ও বর্তমান তৃণমূল বিধায়ক রেজ্জাক মোল্লা। তবে টিকিট না পাওয়ার আক্ষেপ নেই রেজ্জাকের। বরং তৃণমূল বা প্রাক্তন দল সিপিএমের কেও খবর না নেওয়ায় অভিমান হয়েছিল খানিকটা। এবার তাঁর মান ভাঙাতে আসরে নামলেন একসময়ের রেজ্জাক মোল্লার ছায়াসঙ্গী এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাতে বরফ গলেছে। তাঁর খবর নেওয়ায় খুশি রেজ্জাক।
বাম আমলে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে রেজ্জাকের সঙ্গে রাজনীতি করেছেন শওকত। ২০১১ সালে পরিবর্তনের সময় প্রথমে শওকত যোগ দেন তৃণমূলে। পরে আসেন রেজ্জাকও। ২০১৬ বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে এবং ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীও হন রেজ্জাক। কিন্তু এবারের নির্বাচনে টিকিট পাননি সাতাত্তরের রেজ্জাক মোল্লা।
অসুস্থতার কারণে ছেলেই বাড়িতেই ছিলেন রেজ্জাক মোল্লা। বর্তমান এবং পুরানো দলের কেও খবর না নেওয়ায় অভিমান করেই পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। সেই মান ভাঙাতেই রবিবার রেজ্জাক মোল্লার বাড়িতে যান শওকত। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেই এসেছি বলে জানান শওকত মোল্লা। বর্তমানে শওকত মোল্লা অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, ক্যানিং পূর্বের প্রার্থী শওকতকে তিনি আশ্বাস দিয়েছেন যে নিজে প্রচারে থাকতে না পারলেও প্রাণভরে আশীর্বাদ করছেন যাতে শওকত ভোটে জিতে ফের বিধায়ক হন।
আরও পড়ুন-বিজেপির তালিকায় সাংসদরা কেন? জেনে নিন আসল কারণ