আগে থেকেই বেসুরো ছিলেন। তৃণমূল (TMC) প্রার্থী তালিকায় (Candidate List) নাম না থাকার পর সরাসরি বিদ্রোহ। এবং বিজেপিতে (BJP) যোগদান।তারই পুরস্কার পেলেন সিঙ্গুরের (Singur) মাস্টারমশাই (Master) রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। এবার সিঙ্গুর থেকে ৯০ বছরের রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু রবিবার দুপুরে প্রার্থীর নাম ঘোষণা হতে না হতেই সিঙ্গুরে “রবীন্দ্রনাথ-বিরোধী” সুর।
আরও পড়ুন:জাঙ্গিপাড়ায় দেবজিৎ, শ্রীরামপুরে কবীরশঙ্কর, সত্য বাপুলির ছেলে রায়দিঘিতে পদ্ম-প্রার্থী
ক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপি কর্মী-সমর্থনকরা। তাঁরা পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষককে আটকে রাখারও অভিযোগ উঠেছে। স্বভাবতই এই ঘটনায় অস্বস্তি গেরুয়া শিবিরের অন্দরে। স্থানীয় বিজেপি সমর্থকরা দাবি তুলে বলেন, “রবীন্দ্রনাথ ভট্টাচার্য আসলে তৃণমূলের দালাল। তাই তাকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। ২৪ ঘন্টার মধ্যে সিঙ্গুরের প্রার্থী বদল না করলে দল ছাড়বেন তাঁরা। প্রয়োজনে বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী দেবেন তাঁরা।”







































































































































