মমতার গুরুতর আঘাত নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

0
2

নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গুরুতর আঘাত (Injury) পাওয়ার ঘটনায় এবার নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন ( Election Commission of India)। ঘটনার গুরুত্ব বুঝে পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা স্বয়ং।

মুখ্যমন্ত্রীর দাব, “প্রচুর ভিড় ছিল। তার মধ্যে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিশ ছিল না। পুলিশ সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করা হয়েছে।” গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে কমিশনের পক্ষে।

Advt