নন্দীগ্রামে পড়ে গিয়ে পায়ে তীব্র চোট মমতার, চক্রান্ত করে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলনেত্রীর

0
2

প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। চক্রান্ত করে ধাক্কা মারা হয়েছে তাঁকে। ছিলেন না স্থানীয় পুলিশ আধিকারিকরা- অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তীব্র যন্ত্রণা নিয়ে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। বুধবার, নন্দীগ্রামে (Nandigram) থাকার কথা ছিল তাঁর।

এদিন, রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা মেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, গলায় এবং পায়ে চোট লাগে।

তৃণমূল নেত্রী জানান, ওই জায়গায় প্রচণ্ড ভিড় ছিল।  4-5জন ছেলে তাঁকে হঠাৎ ধাক্কা মারে বলে অভিযোগ। সেই সময় আশপাশের পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ছিলেন না। তৃণমূলনেত্রীর দাবি, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে।

মাঝপথে গাড়ি থামিয়ে তাঁর পায়ে বরফ দেওয়া হয়। কিন্তু ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত গাড়ির সামনের সিট থেকে সরিয়ে তাঁকে পিছনের সিটে শুইয়ে দেয় নিরাপত্তা রক্ষীরা। গাড়ি করে কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এসএসকেএম-এ নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ, নন্দীগ্রামে তৃণমূলনেত্রী থাকার ফলে যাঁদের অসুবিধা হচ্ছে, সেই বিরোধীরা এই কাজ ঘটিয়েছে।

আরও পড়ুন- বাকি আসনের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

Advt