সদলবলে তৃণমূল ছাড়ছেন দমদমের ‘কেটি’? তুঙ্গে জল্পনা

0
11

দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান পারিষদ তথা দমদমের তৃণমূল নেতা প্রবীর পাল বা কেটি (prabir pal) তৃণমূল (TMC) ছাড়ছেন ? এই প্রশ্ন বড়ভাবেই দেখা দিয়েছে৷ এটাও শোনা যাচ্ছে, দল ছাড়লে একা নন, তাঁর সঙ্গে দল ছাড়তে পারেন আরও ৭ বিদায়ী তৃণমূল কাউন্সিলরও। প্রবীর মঙ্গলবারই পুরসভার গাড়ি ফেরান। দলীয় বৈঠকেও হাজির ছিলেন না৷ প্রবীর পালকে বোঝানোর মরিয়া চেষ্টা করেন ব্রাত্য বসু, সৌগত রায়রা। কিন্তু সূত্রের খবর, তাতেও কাজ হয়নি। ফলে এখন তাঁর বিজেপি যোগ শুধু সময়ের অপেক্ষা।বিজেপি সূত্রে খবর, আজ, বুধবারই প্রবীর পালের নেতৃত্বে ৭ তৃণমূল কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। রাজনৈতিক মহলের ধারনা, ব্রাত্য বসুর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করতে পারে বিজেপি।

আরও পড়ুন-আগামী জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিনটি করে ডিএ কিস্তি পাবেন

Advt