নন্দীগ্রামের প্রার্থী হিসেবে কিছুক্ষণ আগে মনোনয়ন দিতে রওনা হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় মহকুমাশাসকের বাসভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বুধবার নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। এরপরই দলের সমর্থকদের নিয়ে মিছিল করে হলদিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। মঙ্গলবার থেকেই নন্দীগ্রামে রয়েছেন তিনি। ঘটনাচক্রে, তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে নন্দীগ্রামে রয়েছেন। সকালে সেখানে একটি সভাও করেন তিনি। সেখান থেকে মমতাকে ‘ভেজাল হিন্দু’ বলে কটাক্ষ করেন তিনি।
রাজনীতির মঞ্চে ধর্মীয় ভাবাবেগকে যেভাবে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন অধিকারী পরিবারের বড় ছেলে তা বুমেরাং হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
ভোট হচ্ছে রাজ্যের ২৯৪ আসনে।
কিন্তু এবার আলোচনার কেন্দ্রে একটাই আসন নন্দীগ্রাম। সেখান থেকে এ বার প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দুপুর ২টো নাগাদ হলদিয়া মহকুমা শাসকের দফতরে পৌঁছানোর কথা তার। সেখানেই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে কমিশনের খাতায় নাম তুলবেন তিনি।





































































































































