ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং এর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের রেকর্ড রয়েছে। ১৭ বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। প্রাক্তন এই ক্রিকেটার এখন তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেন।স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে মুম্বইয়ের ওরলিতে এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তিনি।ফ্ল্যাটটি ১৬ হাজার বর্গফুটের। বিলাসবহুল বহুতলের ৩০ তলায় এই ফ্ল্যাট। ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে সামনে আরব সাগরের মনোরম দৃশ্য দেখা যায়।যুবরাজের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশালাকার একটি বৈঠকখানা। আরামদায়ক সোফা, মানানসই পাপস, আরামকেদারা এবং একটি কফি টেবিল।
লকডাউনে নিজের শোওয়ার ঘরের ছবি অনুরাগীদের সামনে তুলে ধরেছিলেন যুবরাজ।
ঝকঝকে মার্বেলের মেঝে, কাচের দরজা এবং বিশালাকার জানলা রয়েছে ঘরে। সূর্যের আলোতেই আলোকিত হয়ে যায় ঘর।
সুযোগ পেলেই রান্নাঘরে চলে যান যুবরাজ। সাদা ক্যাবিনেটের উপরে কালো রঙের কিচেন টপ, বেজ রঙের মার্বেলের মেঝেতে অনবদ্য হযে উঠেছে তাঁর রান্নাঘরও।
যুবরাজ ভিডিয়ো গেম খেলতে ভালবাসেন। এই ঘরে ইংরাজি ‘এল’ আকারের সোফা রয়েছে। রয়েছে কাচের দরজা এবং একটি বারান্দা।
এই ঘরে যুবরাজের সমস্ত ট্রফিও সাজানো রয়েছে।
২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। তারপর থেকেই এই ফ্ল্যাট তাঁদের ঠিকানা।
যদিও ২০১৩ সালে এই ফ্ল্যাটটি কিনেছিলেন যুবরাজ। সে সময় এর দাম পড়েছিল ৬৪ কোটি টাকা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.