তৃণমূল নেত্রীর জন্য নন্দীগ্রামে তৈরি অস্থায়ী হেলিপ্যাড!

0
4

এবারের ভোট ময়দানে সবার নজর ইতিমধ্যেই নন্দীগ্রামের দিকে। খোদ তৃণমূল নেত্রী এখান থেকে লড়বেন।
জানা গিয়েছে, প্রচারের জন্য হেলিকপ্টারে চেপে নন্দীগ্রাম (Nandigram) পৌঁছাবেন মমতা  বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জন্য ইতিমধ্যেই  নন্দীগ্রামে তৈরি হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। সেখানে ড্রাইরানের জন্য পৌঁছে গিয়েছে একটি হেলিকপ্টার। এই কপ্টারে চেপেই নন্দীগ্রাম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে।