সিলিন্ডার মিছিলে ‘গ্যাস সিলিন্ডার’ হাতে মমতা

0
2

জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) ‘সিলিন্ডার র‍্যালি’তে প্রতীকী সিলিন্ডার হাতে রাস্তায় নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দিকে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদি (Narendra Modi) জনসভা করছেন অন্যদিকে তখন মানুষের কথা ভেবে জ্বালানি পণ্যের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে বাংলায় চড়ছে পারদ। শিলিগুড়ির রাস্তায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দেখা গেল মিমি,নুসরত,চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার সহ অনেকে। গ্যাস সিলিন্ডার আঁকা ফেস্টুন গলায় ঝুলিয়ে রাস্তায় হাঁটেন তাঁরা। তাঁদের পিছনে কয়েকহাজার কর্মী সমর্থকদের ভিড়।

আরও পড়ুন-“এক ছোবলেই ছবি”- ফিল্মি ডায়লগে ব্রিগেড মাতালেন মিঠুন

প্রসঙ্গত, গত কয়েকদিনে অত্যাধিক বেড়েছে জ্বালানি পণ্যের দাম। নিম্ন-মধ্যবিত্তের হেঁশেল কোপ। গত ফেব্রুয়ারি মাসেই তিন ধাপে ১০০টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই মূল্যবৃদ্ধিকেই ইস্যু করে পথে নামছে তৃণমূল কংগ্রেস। পথে নামেছেন মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত একটি মিছিল হবে। উল্লেখ্য, এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাটারিচালিত স্কুটারে নবান্নে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt