অভিষেকের ৫০ বছর। ১৯৭১ সালের ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন সুনীল মনোহর গাভাসকর ( sunil gavaskar)। পঞ্চাশ বছর আগে আজকে দিনের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট দুনিয়ায় আবির্ভাব ঘটে গাভাসকরের। এদিন তাঁকে বিশেষ সম্মান দিল বিসিসিআই( bcci)। টুইটারে গাভাসকরকে সম্মান জানিয়ে বার্তা সচিন তেন্ডুলকারের( sachin tendulkar)।

এদিন টুইটারে সচিন লেখেন,” আজ থেকে ৫০ বছর আগে ক্রিকেট দুনিয়ায় আবির্ভাব ঘটিয়েই ঝড় তুলেছিলেন গাভাস্কর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সিরিজেই ৭৭৪ রান করে সবাইকে চমকে দেন তিনি। সেই জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজ জয়ের সঙ্গে ইংল্যান্ডে গিয়েও জিতেছিল ভারত। ওই দুটো সিরিজ জয় ভারতীয় ক্রিকেটে নবজাগরণ ঘটায়। ওঁর প্রতিটা ইনিংস শিক্ষণীয়। ছোটবেলা থেকেই ওঁকে আদর্শ করে ক্রিকেট শুরু করেছিলাম। এখনও ওঁর প্রতি সেই সম্মান, ক্রিকেটের প্রতি সেই একই খিদে বজায় রয়েছে।”
এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গাভাসকরকে বিশেষ সম্মান দেয় বিসিসিআই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিশেষ সম্মান তুলে দেন সুনীল গাভাসকরের হাতে।
আরও পড়ুন:ব্যাট হাতে ঝড় সহবাগের, বীরু, সচিন জুটি হারাল বাংলাদেশকে






































































































































