জন্মদিনেও ডায়াবেটিক ডায়েট, ব্রিগেড নিয়ে ‘গণশক্তি’ কী লিখেছে জানতে চাইলেন বুদ্ধ

0
4

পাম এভিনিউয়ের চার দেওয়ালই এখন তাঁর জগত। তার মাঝেই বুদ্ধদেব ভট্টাচার্য কাটিয়ে দিলেন ৭৮তম জন্মদিন।

সকালে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট ছিল শুভেচ্ছা জানিয়ে। লাল চা আর বিস্কুট দিয়ে শুরু। তারপর দুপুরে ডায়বেটিক ডায়েট। তার মাঝে তাঁকে বই পড়ে শোনান সহায়ক। জন্মদিনে বেশি খুঁটিয়ে শুনেছেন ‘গণশক্তি’র খবর। অন্য সংবাদপত্রও ছিল। ব্রিগেড সমাবেশে লোক কেমন ছিল, আর আব্বাস নিয়ে বিতর্কের প্রসঙ্গ মন দিয়ে শুনেছেন। বিরক্তি ছিল তাঁর মুখ চোখে। দুপুরে মাছে-ভাতে ছিলেন। একটু বিশ্রাম নিয়ে সাম্প্রতিক বই লেখার কাজ করেছেন। রাতের খাবারেও ছিল না এক টুকরো মিষ্টি। ডাঃ সোমনাথ মাইতির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

আরও পড়ুন-কঠিন কেন্দ্রে লড়তে হবে দলবদলুদের, সবাই পাচ্ছেন না টিকিট, সিদ্ধান্ত শীর্ষ বিজেপির

স্ত্রী মীরা আর কন্যা সুচেতনা আগলে রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিশেষত মেয়ের সঙ্গে দিনে একবার গল্প করা চাই-ই। জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি।

পাম এভিনিয়ের বাসিন্দাদের মধ্যে অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিনে বিশেষ তাপ-উত্তাপ দেখা যায়নি। একইরকম প্রতিক্রিয়া ভট্টাচার্য পরিবারেও।

Advt