ফের বিজেপির (BJP) নব্য নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল সাংসদের কথায়, “বেড়ালকে বাঘ বানিয়েছে বিজেপি। ভোটের পর ইদুর হয়ে যাবে।”

এখানেই শেষ নয়। শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়ে কল্যাণ বলেন, “আগামী ২ মে বাংলা ছেড়ে পালিয়ে যেও না। মন্ত্রী থাকার সময় অনেক বেনিয়ম করেছ। দিদি কিছু বলেনি। এবার আমরা দিদিকে বলব, সেই বেনিয়মের হিসেব নেব।”
শুধু শুভেন্দু নয়, বিজেপির আরেক নব্য নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কেও (Rajib Banerjee) একহাত নেন কল্যাণ। বলেন, “দিদি আগে থেকেই বুঝেতে পেরেছিলেন, ও ভেতরে ভেতরে সাবোতাজ করবে। তাই ডোমজুড় থেকে দক্ষিণ দিনাজপুরের অবজার্ভার করে দেন। তার পরেও ফোন করে ড্যামেজ করতো।”
রাজীব সম্পর্কে কল্যাণ আরও বলেন, “ও অকৃতজ্ঞ। দিদিকে বলে আমিই ওকে মন্ত্রী করেছিলাম। আমার পেশা নিয়ে এখন কথা বলছে। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, মামলা আমিই করেছিলাম। আমার মতো একজন আইনজীবী তৈরি করতে আপনার পরিবারের সাত পুরুষ লেগে যাবে। ডোমজুড় ছেড়ে যাবেন না। ওখানকার মাঠেই খেলা হবে।






































































































































