আইপিএলের জন্য ছয় শহরকে বাছাই করল বিসিসিআই

0
2

কলকাতা সহ ছয় শহরে আইপিএলের আয়োজন করতে চলেছে বিসিসিআই। শুধুমাত্র মুম্বই-পুণেতে নয়, টুর্নামেন্টে ফাইনালের ভেন্যু হিসাবে চূড়ান্ত ছিল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে সেই পরিকল্পনা থেকে সরে এল বোর্ড। ছয় শহরকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।
বোর্ডের তরফে যে ছয় শহরের কথা জানানো হয়েছে সেগুলি হল- মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, দিল্লি এবং আহমেদাবাদ। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ম্যাচ আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে । তাই শেষে দিল্লির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মহারাষ্ট্রে এই মুহূর্তে ফের বিপজ্জনক হারে কোভিড সংক্রমণ বেড়ে চলেছে। তবে মহারাষ্ট্র সরকার ওয়াংখেড়েতে ম্যাচ আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে। তবে মুম্বইয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।

আরও পড়ুন- এটিকে মোহনবাগানকে হারিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি
এদিকে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের ফল ঘোষণা ২ মে। তবে তার জন্য ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই আইপিএলে শুরু হওয়ার কথা। চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই টুর্নামেন্টে বেশ কিছু ভেন্যুতে দর্শককে বাইরে রেখে ক্লোজড ডোর খেলা হবে বলে বিসিসিআই জানিয়েছে। আবার কিছু ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দেবে বোর্ড । জানানো হয়েছে টুর্নামেন্টের ফরম্যাটের কোনও পরিবর্তন হচ্ছে না। হোম এওয়ে ভিত্তিতেই ম্যাচ খেলানো হবে।