স্যোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, সমালচনার মুখে কেন্দ্র

0
4

সরকার-বিরোধী বক্তব্যের কণ্ঠরোধ করতে কেন্দ্র সোশ্যাল মিডিয়া এবং ওটিটি (Over The Top) উপরে নিয়ন্ত্রণ বাড়াতে বলছে। এতে ভারতের মতো গণতান্ত্রিক দেশে মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতার অধিকার খর্ব হবে। ঠিক এমনভাবেই সুর চড়িয়েছেন বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা ও বিরোধী রাজনৈতিক দলগুলি। স্যোশাল মিডিয়ায় মহিলাদের নিরাপত্তা রক্ষা, ভুয়ো খবর ও ছবির মাধ্যমে বিদ্বেষ ছড়ানো রোখার মতো বেশ কয়েকটি যুক্তি দিয়ে কিছু বিধিনিষেধ আরোপের কথা বলেছিল কেন্দ্র। আর তাতেই সরব হন বিরোধীরা।  তাদের দাবি গণতন্ত্রের অধিকার খর্ব করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

অন্যদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মোজ়িলার মতো ইন্টারনেট ব্রাউজ়ার সংস্থাও। তাদের দাবি, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক কেন্দ্র। মোজ়িলা কর্পোরেশনের তরফে উদ্ধব তিওয়ারি বলেছেন, ‘‘এই নতুন নিয়ম স্পষ্ট ভাবেই মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।’’ তাঁর আরও দাবি, এর ফলে নিরাপত্তা বা গোপনীয়তা রক্ষার বিষয়টিও লঙ্ঘিত হবে। উদ্ধবের বক্তব্য, ‘এনক্রিপশন’-এর মাধ্যমে সুরক্ষিত কথোপকথনের উৎস খোঁজার অর্থই হল ব্যবহারকারীর সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন করা। একই সুর শোনা গিয়েছে ভারতে সাইবার অধিকার রক্ষা নিয়ে আন্দোলনকারী কিছু কর্মীর মুখেও। যদিও এইনিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি  ফেসবুক বা টুইটারের মতো সংস্থা।

Advt