ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার জোরদার প্রচারে নামতে হবে। দ্রুত গ্রাম থেকে গ্রামান্তরে, এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াতে হবে নেতাদের। তাই রাজ্য বিজেপির হাত মজবুত করতে তিনটি হেলিকপ্টার পাঠাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে এমনটাই খবর। ইতিমধ্যেই কেন্দ্রের একাধিক হেভিওয়েট নেতা রাজ্যে একাধিকবার এসেছেন। সভা করেছেন। কিন্তু এবার সেই আসা-যাওয়া আরো বাড়বে। তাই কপ্টারের প্রয়োজনীয়তাও বেশি। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, ঐই হেলিকপ্টারগুলি শুধু কেন্দ্রীয় নেতাদের জন্যই নয়। রাজ্যের বিজেপি নেতারাও যখন প্রয়োজন ব্যবহার করতে পারবেন।