চতুর্থ টেস্টে নেই বুমরাহ

0
5

চতুর্থ টেস্টে( 4th test) দলে থাকছেন না যশপ্রীত বুমরাহ ( jashprit bumrah)। ব‍্যাক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে থাকছেন না তিনি। শনিবার বোর্ডের তরফ থেকে এমনটাই জানান হল।তবে বুমরাহের বদলে দলে কাউকে নেওয়া হচ্ছে না।

শনিবার বিসিসিআই (bcci) তরফে এক বিবৃতিতে বলা হয়, “ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে যাতে ওকে দলে না রাখা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল বুমরাহ। সেই আবেদন মেনে ওকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ টেস্টে ওকে পাওয়া যাবে না। শেষ টেস্টের জন্য ভারতীয় দলে নতুন করে কারওকে নেওয়া হচ্ছে না।”

চলতি ইংল্যান্ড সিরিজে প্রথম বার দেশের মাঠে খেলার সুযোগ পান বুমরাহ। চেন্নাইয়ে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বের খেলা হতে চলেছে রাজধানীতে

Advt