করোনার টিকা সংরক্ষণ, বিতরণ কিংবা টিকাকরণ, সমস্ত বিষয়ে নজর রাখা হবে ডিজিটালি। আগেই এ কথা জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। এবার সেই উদ্দেশে রীতিমতো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বানানো হয়েছে। রয়েছে অ্যাপও। ভ্যাকসিন নিতে হলে সেই অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘করোনার ১৮-১৯টি নতুন প্রতিষেধক ভারতে ছাড়পত্র পেতে চলেছে। টিকাগুলি মানবশরীরে প্রয়োগের বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেই গবেষণার ফলাফল পর্যালোচনা করে ছাড়পত্র দেবে বিশেষজ্ঞ কমিটি।’টিকাকেন্দ্রে পর্যবেক্ষণে থাকাকালীন সমস্যা দেখা দিলে উপস্থিত চিকিৎসক ব্যবস্থা নেন। পরে সমস্যা দেখা দিলে ওই টিকাকেন্দ্রেই যোগাযোগ করতে হবে। সমস্যা তেমন গুরুতর না-হলে কোভিশিল্ড প্রাপকরা +৯১-১৮০০১২০০১২৪ টোল-ফ্রি নম্বরে ফোন কিংবা pharmacovigilance@seruminstitute.com-এ ইমেল করতে পারেন। কোভ্যাক্সিন প্রাপকদের এ ব্যাপারে রিপোর্ট করার জন্য একটি ডেইলি হেলথ ডায়েরি দেওয়া হয়। ভারত বায়োটেক অথবা আইসিএমআর-ও প্রাপকের সঙ্গে যোগাযোগ রাখেন।পঞ্চাশোর্ধ্ব এবং ৫০-এর কম কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করছে স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত। সেই তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। মার্চ থেকে মিলবে টিকা। তবে পরিবারের অন্য সদস্যদের বা ৫০-এর কম কো-মর্বিডিটি নেই যাঁদের, তাঁদের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি সরকারের তরফে।
ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে CO-WIN। অ্যাপটি বিনামূল্যে মোবাইলে ডাউনলোডও করা যাবে। কেউ করোনার সম্ভাব্য প্রতিষেধক নিতে চাইলে, এই অ্যাপে (App) নাম নথিভুক্ত করতে হবে। রাজেশ জানিয়েছেন, অ্যাপটির পাঁচটি মডিউল থাকছে- অ্যাডমিনিস্ট্রেটর মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিশিয়ারি অ্যাকনোলেজমেন্ট মডিউল এবং রিপোর্ট মডিউল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































