একঝাঁক চলচ্চিত্র ও টিভি শিল্পী ও কলাকুশলী আজ, মঙ্গলবার ‘টলিউড বাঁচাও’ অভিযানে (Tollywood Banchao Abhijaan) পথে নামছেন৷ গেরুয়া পতাকা কাঁধে নিয়ে আজ কলকাতায় হাঁটবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)৷ বেলা আড়াইটে নাগাদ টালিগঞ্জের কিশোর কুমার মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী সংঘমিত্রা চৌধুরি। এই পদযাত্রা টেকনিশিয়ানস স্টুডিও, এনটি ১ স্টুডিও ঘুরে বিকেল ৪টে নাগাদ শেষ হবে দাসানি স্টুডিওতে। অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় (Suman Banerjee), বিজেপি যুবমোর্চার সম্পাদক রিমঝিম মিত্র (Rimjhim Mitra) ছাড়াও এই পদযাত্রায় বেশকিছু বিশিষ্ট শিল্পী উপস্থিত থাকবেন বলে দাবি করা হয়েছে৷ ।