মার্শাল আর্ট নিয়ে জনসচেতনতা বাড়াতে সেমিনার

0
4

মার্শাল আর্টের মধ্যেও যে এক দর্শন আছে তা আজ সারা বিশ্বে সমাদৃত।আর এই মার্শাল
আর্টকে আত্মরক্ষার কাজে কীভাবে লাগানো যায় তা নিয়ে রীতিমতো শহরের বুকে চর্চা করছে পেনকক।
রবিবার ২১ শে ফেব্রুয়ারি এই মার্শাল আর্টের কোচ এবং রেফারিদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল এই সংস্থা। দ্বিতীয় বর্ষে তাদের এই সেমিনারে হাজির ছিলেন এ রাজ্যের শ’দুয়েক মার্শাল আর্টের কলাকুশলীরা। কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন- এআই পিএস এফের এই সারাদিনব্যাপী সেমিনারে মার্শাল আর্টের কলাকুশলীদের সম্বর্ধিত করা হয়। উপস্থিত বক্তারা ব্যাখ্যা করেন আমাদের জীবনে এগিয়ে চলার পথে মার্শাল আর্ট কিভাবে সাহায্য করতে পারে । এর দর্শনকে উপলব্ধি করার আহ্বান জানান তারা। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন কুমার ঘোষ, ডিরেক্টর মহম্মদ ইকবাল স্যার এবং সম্পাদক সুনীল সিং প্রমুখ বিশিষ্টরা।