হামলার পরেই মন্ত্রীকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

0
2

নিমতিতায় বোমা বিস্ফোরণে জখম মন্ত্রী জাকির হোসেনকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল রাজ্য সরকার। সুস্থ হয়ে বাড়ি ফিরলেই এই নিরাপত্তা পাবেন তিনি। যেখানেই যাবেন, মন্ত্রীর সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষীরা। পাইলট কার ও এসকট কার তো বটেই, এখন থেকে সবসময় মন্ত্রীর সঙ্গে থাকবেন তিনজন নিরাপত্তারক্ষীও। মাওবাদী এলাকায় গেলে দেওয়া হবে বুলেটপ্রুফ গাড়ি। মোট ২২ জন পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন মন্ত্রীর সঙ্গে।

প্রসঙ্গত বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন থেকে কলকাতায় আসার জন্য ট্রেন ধরার কথা ছিল জাকির হোসেনের। প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাওয়ার সময় একেবারে তাঁর সামনে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মন্ত্রী-সহ প্রায় ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

আরও পড়ুন- মঙ্গল থেকে পার্সির পাঠানো ছবি, উৎফুল্ল নাসার বিজ্ঞানীরা

Advt