পূর্ব সিকিমে ভারত-চিন সীমান্তের নাথুলায় ব্যাপক তুষারঝড়ের কবলে পর্যটকরা । প্রায় ৪৪৭ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে সেনা জওয়ানরা। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই উদ্ধারকাজ চালানো হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর ব্যাপক তুষারঝড় আছড়ে পড়ে সিকিমের উঁচু এলাকাগুলিতে। পূর্ব সিকিমে এর দাপট ছিল সবচেয়ে বেশি । তুষারঝড়ের সময়ে নাথু লা’র কাছে গ্যাংটক-নাথু লা সড়কে বিভিন্ন জায়গায় পর্যটক বোঝাই ১৫৫টি গাড়ি আটকে পড়ে। এই গাড়িগুলিতে সব মিলিয়ে ৪৪৭ জন পর্যটক ছিলেন।
খারাপ আবহাওয়া উপেক্ষা করে সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে ।
সবাইকে উদ্ধার করে ১৭ মাইল মিলিটারি ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রত্যেকের জন্য থাকা এবং খাবারের ব্যাবস্থা করা হয়। তবে পর্যটকদের মধ্যে ২৬ জনের শারীরিক অবস্থা বেশ খারাপ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



































































































































