মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় ডুব দিয়ে বিক্ষোভ শিক্ষকদের

0
4

মঙ্গলবার সরস্বতী পুজোর দিন সকালে শিক্ষক-শিক্ষিকারা (teacher agitation)এক অভিনব বিক্ষোভে সামিল হলেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির(near residence of Chief minister Mamata Banerjee) কাছে আদি গঙ্গায় নেমে প্রায় গলা পর্যন্ত ডুবে থেকে প্রতিবাদ দেখালেন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্ররা। তাদের দাবি, কর্মক্ষেত্রে নানাভাবে তারা বঞ্চনা, অবহেলা ও লাঞ্ছনার শিকার। অবিলম্বে তাদের অবহেলার প্রতিকার করতে হবে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কয়েকজনকে জল থেকে তুলে এনে আটক করেছে পুলিশ।

Advt