আগামী ১৪ ফেব্রুয়ারি “শিল্পনিকেতন”-এর উদ্যোগে,”পরিচিত”-র সাহচর্যে ও শিল্পী বিমান দাসের অভিভাবকত্বে অনুষ্ঠিত হতে চলেছে একটি অনলাইন শিল্প প্রদর্শনী। অংশগ্রহণ করবে বিভিন্ন বয়সের নামি ও অনামি শিল্পীরা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকছেন প্রখ্যাত কার্টুনিস্ট শিল্পী নারায়ণ দেবনাথ, ডক্টর সুকান্ত মুখোপাধ্যায়, শিল্পী কালাচাঁদ দাস, প্রকাশক সৌরভ বিশাই, শিল্পী মৃণালকান্তি দাস,শ্রীযুক্ত অতনু মুখোপাধ্যায়সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা।
আরও পড়ুন-গুগল ম্যাপিংয়ের মতো ম্যাপ-পোর্টাল বানাচ্ছে ইসরো
রবিবার “পরিচিত” ফেসবুক পেজ এবং “শিল্পনিকেতন”-এর ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। এই অনলাইন চিত্রপ্রদর্শনীতে থাকছে বিভিন্ন বয়সী শিল্পীদের একশরও বেশি আঁকা যা চিত্রপ্রেমী মানুষকে আপ্লুত করবে। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে এমন একটি উদ্যোগ আগামিদিনে শিল্পীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।





































































































































