চাকরি, শিল্পসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে ১০টি বাম সংগঠনের(left organisation) নবান্ন(Nabanna) অভিযান ঘিরে তুমুল পুলিশি তৎপরতা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হলো শহরকে। একদিকে কলেজ স্ট্রিট(College Street), যেখান থেকে মিছিল শুরু হবে, সেই অঞ্চল মুড়ে ফেলা হয়েছে পুলিশি ঘেরাটোপে। বইপাড়া স্তব্ধ বাম ছাত্র-যুবদের ভিড়ে। বাম সংগঠনের মিছিলে ভিড় চোখে পড়ার মত।
আরও পড়ুন:সকাল থেকে নবান্ন চত্বর উত্তপ্ত, আটক কয়েকজন বিক্ষোভকারী
মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড দিয়ে ডোরিনা ক্রসিং হয়ে নবান্ন অভিমুখে যাওয়ার কথা। কিন্তু কলকাতা কর্পোরেশনের সামনে থেকেই শুরু হয়েছে পুলিশি ব্যারিকেড। পুলিশের লক্ষ্য, ডোরিনা ক্রসিং নয়, মিছিল আটকে দেওয়া হবে কলকাতা পুরসভার আগেই। মরিয়া বাম ছাত্র-যুবরাও। তাদেরও সাফ কথা, বাধা দিলে সঙ্ঘাত হবে। ফলে টানটান উত্তেজনা। গার্ড রেল রয়েছে রাস্তায়। তৈরি জলকামান। অতিরিক্ত পুলিশ রয়েছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে রানি রাসমনি, কেসি দাস সহ ধর্মতলা এলাকায়। দ্বিতীয় হুগলি সেতুতেও মাছি গলার সুযোগ নেই। সব মিলিয়ে ছাত্র-যুবদের নবান্ন অভিযান রুখতে তৈরি প্রশাসন। পাল্টা ভোটের মুখে শক্তি প্রদর্শনে মরিয়া বামেরাও।





































































































































