আইএসএলে তৃতীয় জয় লাল-হলুদের

0
10

আইএসএলে( isl) তৃতীয় জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল ( sc eastbengal)। রবিবার তারা ২-১ গোলে হারাল জামশেদপুর এফসিকে ( jamshedpur fc)। লাল-হলুদের হয়ে গোল করেন স্টেইনম‍্যান এবং অ‍্যান্টনি পিলকিল্টন।

ম‍্যাচে এদিন নির্বাসনের কারণে দলের সঙ্গে থাকতে পারেননি লাল-হলুদ কোচ রবি ফাউলার। ম‍্যাচে এদিন বেশকিছু পরিবর্তন করেন ফাউলার। সার্থক গুলুই, সৌরভ দাসকে মাঠে নামান তিনি।গোলে নামান সুব্রত পালকে। আর এতেই বাজিমাত লাল-হলুদ ব্রিগেডের।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৬ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন স্টেইনম‍্যান। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৬৮ মিনিটে গোল করে লাল-হলুদের হয়ে ২-০ করেন পিলকিন্টন। এরপর পাল্টা আক্রমণ চালায় জামশেদপুর এফসি। ম‍্যাচের ৮৩ মিনিটে জামশেদপুরের হয়ে ১ গোল করেন হার্টলি।

এদিন মাঝমাঠে লাল-হলুদকে ভরসা দিলেন সৌরভ দাস, মাঘোমা, নারায়াণ দাসরা। এই জয়ের ফলে ১৬ ম‍্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রবি ফাউলারের দল।

আরও পড়ুন:তৃতীয় দিনের শেষে চাপে ভারত, ৯১ রান পন্থের

Advt