বাংলায় উন্নয়নের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর কোনও বিকল্প নেই, জানালেন পার্থ

0
3

‘পশ্চিমবঙ্গে উন্নয়নের মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, কোনও বিকল্প নেই তাঁর’, এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

রবিবার বেহালা পাঠক পাড়ায় হিন্দি মিডিয়াম স্কুলের উদ্বোধনের গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজাদহিন্দ নামক স্কুলটি আগে বাংলা মিডিয়াম ছিল। ১৯৪৫ সালে এই স্কুলটি তৈরি হয়। আজ এই স্কুলের একটা অংশে হিন্দি মিডিয়াম স্কুল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। সেই সময় সাংবাদিকরা তাঁকে বাম কংগ্রেসের জোট এ আব্বাস সিদ্দিকীর শামিল হওয়া নিয়ে প্রশ্ন করলে, তাঁর জবাব, “আমি দেখেছি মান্নান চিঠি দিয়েছে‌। বিমান বাবুর চিঠি আমি দেখিনি। বিমান বাবু কী দেখিয়েছেন বা কি করেছেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমি কিছু জানিনা।” এরপর পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “এখানে উন্নয়নের মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোনও বিকল্প নেই।”

আরও পড়ুন : ভোটের মুখে অসমে একগুচ্ছ প্রকল্প ঘোষণা মোদির, বাংলাতেও কি এমনই করবেন! প্রশ্ন

Advt