সকালে বামেদের বাইক মিছিল , দুপুরে জোট নিয়ে আলিমুদ্দিনে বৈঠক

0
10

ফের পথে বামেরা। রবিবার সকালে নবান্ন অভিযানের(nabanna movement) সমর্থনে বামেদের বাইক মিছিল(bike rally) হয়। বাইক মিছিল এর উদ্বোধন করেন বামনেতা বিমান বসু(CPM leader Anil bimaan Basu)। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় টালিগঞ্জে।

এদিকে বাম-কংগ্রেস জোটে সামিল হতে চেয়ে চিঠি দিয়েছে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট।

আব্বাস সিদ্দিকির চিঠি নিয়ে রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক হওয়ার কথা। সেই সঙ্গে বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট নিয়েও আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক হওয়ার কথা। এদিন সিপিএমের রাজ্য দফতরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। জোটের বৈঠকে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

জানা গিয়েছে, আব্বাস সিদ্দিকির দল ৪০টি আসনেই লড়াই করতে চায় । এই বিষয়টি নিয়েও আজ বাম-কংগ্রেস নেতৃত্বের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। সিদ্দিকি নিজের দলকে জোটসঙ্গী করার আর্জি জানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন।

Advt