জল্পনা ক্রমবর্ধমান !
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikary) নিয়ে ক্রমশই তীব্র হচ্ছে দলবদলের জল্পনা।
দিব্যেন্দু এবার ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে একসঙ্গে ইস্তফা ( Resignation) দিলেন।রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কী এবার শুভেন্দুর পথ ধরে বিজেপিতে (BJP) যেতে চলেছেন তমলুকের এই তৃণমূল সাংসদ? দিব্যেন্দুর পর পর ইস্তফায় এই চর্চা এখন তুঙ্গে৷
পূর্ব মেদিনীপুর জেলার ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের মনোনীত সরকারি প্রতিনিধির পদ ছেড়েছেন। তবে এখনও পর্যন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদ সদস্য দিব্যেন্দু।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই পূর্ব মেদিনীপুর তৃণমূলের সভাপতি পদ থেকে শিশির অধিকারীকে৷ কোপ পড়ে তাঁর পুত্র সৌম্যেন্দুর উপর। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌম্যেন্দুকে। এর পরই বিজেপিতে যোগ দেন তিনি।
আরও পড়ুন-রাজ্যের এক্তিয়ারভুক্ত অঞ্চলে নিতে হবে পুলিশের অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ সিবিআই































































































































