রাহুলকে পুনরায় দলের সভাপতি করতে প্রস্তাব পাস কংগ্রেসে

0
2

সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী জুন মাসের মধ্যে নয়া সভাপতি নির্বাচন করবে দল। ২০২১ সালে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছিল সভাপতি নির্বাচনের এই পরিকল্পনা। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার পুনরায় জরুরী ভিত্তিতে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) দলের সভাপতি করতে রবিবার প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস কমিটি। শুধু দিল্লি কংগ্রেস(Delhi Congress) নয় একাধিক রাজ্যের প্রদেশ কমিটিগুলির তরফেও রাহুলকে পুনরায় সভাপতি করার দাবিতে সরব হয়ে ওঠে। সেই দাবীকে মান্যতা দিয়েই কংগ্রেস কমিটির তরফে নয়া এই প্রস্তাব পাস নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:মোদির রেডিওবার্তার পরেই পাল্টা চ্যালেঞ্জ কৃষকনেতা টিকায়েতের

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবির পর দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। ‌ আর কখনো তিনি সভাপতি হবেন না বলেও জানিয়ে দেন সেদিন। রাহুলের ইস্তফার পর আভ্যন্তরীণ সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। তবে রাহুলে ভরসা নেই আকারে-ইঙ্গিতে এমনটা বুঝিয়ে দিয়ে দলের শীর্ষ ও বরিষ্ঠ নেতৃত্বের তরফে দলীয় সভাপতির জন্য নির্বাচনের দাবি উঠেছিল। কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, গোলাম নবী আজাদ সহ দলের ২৩ জন শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন খোদ সোনিয়া গান্ধী। সেই ঘটনার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী জুন মাসে হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। যদিও তার আগেই এবার রাহুলকে সভাপতি পদে দেখতে চেয়ে প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস।

Advt