জল্পনা ছিলই তাকে নিয়ে। চার দলত্যাগীর সঙ্গে শেষ মুহূর্তে আরো একজন যোগ দিতে পারেন, সেই জল্পনা ছিল। শেষ মুহূর্তে স্পষ্ট বলে ছবিটা তিনি নিজেই জানালেন তার দিল্লি যাওয়ার কথা। অভিনেতা রুদ্রনীল ঘোষ(rudronil ghosh)।

শনিবার বিকেলে দিল্লিগামী বিশেষ চার্টার্ড ফ্লাইটের সহযাত্রী হলেন তিনিও। সুতরাং এখন স্পষ্ট বৈশালী ডালমিয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষালের সঙ্গে বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন রুদ্রনীল ঘোষ। অমিত শাহের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ। তারপরেই রাতে আবার কলকাতা ফিরবেন তারা। আজই বিজেপিতে যোগ দেবেন বৈশালী, রথীন, রাজীব। এমনটাই সূত্রের খবর। যোগ দিতে পারেন প্রবীর ঘোষালও।
যদিও রুদ্র আজই পদ্ম শিবিরে যোগ দিবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সম্ভাবনা অবশ্য তেমনই।



































































































































