‘তৃণমূলে ভালো লোকের জায়গা নেই’, ফের বিস্ফোরক মন্তব্য প্রবীর ঘোষালের

0
4

“তৃণমূলে ভালো লোকের জায়গা নেই৷ ভালো লোকজনকে যত তাড়াতাড়ি তাড়ানো যাবে, যারা করে-কম্মে খায়, তারা তত তাড়াতাড়ি দলটা দখল করতে পারবে”৷ ফের বিস্ফোরক মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক প্রবীর ঘোষালের (MLA Prabir Ghoshal)৷

এখানেই শেষ হয়নি, বৃহস্পতিবার তিনি বলেছেন, “দলের শো-কজের (Show Cause) চিঠি এখনও পাইনি৷ কোথা থেকে শো-কজ করা হয়েছে, কে শো-কজ করেছে, কিছুই জানিনা৷ ওসব স্রেফ মিডিয়াকে বলা হয়েছে৷ আমার ধারনা, ওই চিঠি আসবেনা৷ ওরা জানে, চিঠি পেলে কড়া উত্তর যাবে, সে কারনেই চিঠি আসবে না৷ তবে আমি অপেক্ষা করছি৷”

এদিকে, বৃহস্পতিবার সকালে কোন্নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় উত্তরপাড়ার এই বিধায়কের ছবি-সহ ব্যানার, নিচে লেখা ‘দাদার অনুগামী’। এই ধরনের ব্যানার প্রসঙ্গেও প্রবীর ঘোষাল ব্যাখ্যা দিয়েছেন৷ বলেছেন, “এতদিন এই এলাকায় কাজ করছি, সাধারণ মানুষ হয়তো ভালোবেসে এই ব্যানার লাগিয়েছে৷ তারা হয়তো চাইছেন, আমি লড়াই করি৷ আমিও মনে করি ভোটে দাঁড়িয়ে জবাব দেওয়া উচিত”৷

রাজনৈতিক মহলের ধারনা, প্রবীর ঘোষালের এ ধরনের বিস্ফোরক কথার অর্থ, তাঁর দলত্যাগ বা বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত ৷ তবে প্রবীর ঘোষাল বলছেন, দলগতভাবে বিজেপিতে যাওয়ার ডাক এখনও আসেনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়েছেন প্রবীর ঘোষাল। বলেছিলেন, “দলে ভালো লোকজনের জায়গা নেই৷” এরপরই তৃণমূল শোকজ করে প্রবীরবাবুকে৷ ওদিকে, একথা বলার পর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রবীরবাবুর সাংবাদিক বৈঠক চলাকালীনই দলীয় কর্মীরা বাইরে বিক্ষোভ দেখান, সেসময় ‘গদ্দার’ স্লোগানও ওঠে৷

আরও পড়ুন- পাতা ফাঁদে পা দিয়ে বালিতে বিজেপির প্রার্থী হতে চান বৈশালী

Advt