আজ রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভায় বসছে অধিবেশন। রাজ্যপালকে ছাড়া অধিবেশন শুরু রীতি বহির্ভূত। তবে একে বেআইনি বলা যাবে না। কারণ, বিধানসভা এর আগে শেষ করা হয়নি। পুরনো অধিবেশনের কন্টিনিউয়েশন বলা হচ্ছে। ফলে রাজ্যপালের ভাষণের প্রয়োজন নেই। তবে বিতর্ক চলছে।
দুদিনের অধিবশনে বিধায়কদের হুইপ জারি করে উপস্থিত থাকতে বলা হয়েছে। অসুস্থ থাকলেই একমাত্র ছাড় পাওয়া যাবে। মন্ত্রী অরূপ রায় যেমন তার মধ্যে অন্যতম। বিধানসভায় কড়া নিরাপত্তা রয়েছে। বুধবারের শিক্ষক অভিযানে তুলকালাম ঘটনার কারণেই এই পদক্ষেপ।
আরও পড়ুন:লালকেল্লা কাণ্ডে FIR দায়ের হতেই বেপাত্তা বিজেপি ঘনিষ্ঠ সিধু
কেন্দ্রের তিনটি কৃষি আইন রাজ্যে লাগু না করতেই সরকার মূলত এই অধিবেশন ডেকেছে। এই আইনের বিরুদ্ধে বাম-কংগ্রেসও। এই প্রশ্নে তাদের সমর্থন পেলেও জোটের আপত্তি রাজ্য সরকারের দুটি কৃষি আইন নিয়ে। তারা চায় রাজ্যও এই আইন বাতিল করুক। ফলে সঙ্ঘাত থাকবেই। এ প্রশ্নে সহমত না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকায় তৃণমূল তাদের প্রস্তাব পাশ করিয়ে নেবে বলেই মনে করা হচ্ছে। অধিবেশনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


































































































































